লিওনেল মেসিরা কলম্বিয়ার আকাশে বিধ্বস্ত ব্রাজিলের একটি ক্লাবের ফুটবলারদের বহনকারী বিমানে চড়েছিলেন ! দুই সপ্তাহ আগে ব্রাজিলের বেলো হরিজন্তে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে যায় আর্জেন্টিনা ফুটবল দল। ওই ম্যাচ শেষে তারা ‘লামিয়া এয়ারলাইনসের’ এই বিমানে করে দেশে ফেরেন। বিষয়টি জানিয়েছে ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’, ‘দ্য সান’ ও ‘দ্য টেলিগ্রাফ’। ফেরার সময় এই বিমানে বসে হাভিয়ের মাসচেরানেরা সঙ্গে সেলফি তুলে তা ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন বার্সেলোনার তারকা লিওলেন মেসি। এছাড়া দক্ষিণ আমেরিকা অঞ্চলের অনেক ফুটবল দল এই বিমান ব্যবহার করেছে বলে জানিয়েছে তারা। দক্ষিণ আমেরিকার সুদামেরিকানার ফাইনালের প্রথম লেগ খেলতে কলম্বিয়া যাচ্ছিল ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসে। প্রতিপক্ষ ছিল কলম্বিয়ার ক্লাব অ্যাটলেটিতো ন্যাসিওনাল।
এই ক্লাবটির সভাপতি হুয়ান কা
র্লোসও নিশ্চিত করেছেন যে, তাদের দলও এই বিমান অনেকবার ব্যবহার করেছে। সোমবার বিধ্বস্ত হওয়া বিমানে খেলোয়াড় ও কর্মকর্তাসহ ছিলেন মোট ৮১ জন। এরমধ্যে প্রাণ হারান ৭৬ জন। মারাত্মক আহত অবস্থায় চিকিৎসারত আছেন ৫ জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকাচ্ছন্ন ফুটবলবিশ্ব।
