প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসার প্রাক্কালে হামলা করে জখমসহ ১টি দাঁত ফেলে দেয়,
গুরুতর আহত বাদীর চাচাত ভাই বাদী হয়ে হাটহাজারী থানায় ১টি মামলা দায়ের করেন যার নং- ২২ তাং- ২৮ নভেম্বর ২০১৬ইং।
পাঁচলাইশ থানায় হাটহাজারীর ফটিকাঅ গ্রামের মেহেদী পাড়ার এয়ার আলী মিস্ত্রীর বাড়ির মৃত মোঃ মিয়ার পূত্র নুরুল আমিনের (২৮) করা অভিযোগের ভিত্তিতে কথাগুলি জানা যায়, যার নং- ২২৬৩ তাং- ৩০/১১/২০১৬ইং।
অভিযোগে আরো জানা যায়, নুরুল আমিন ও তার ভাইয়েরা কর্তব্যরত ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্যে ২৭ নভেম্বর আনুমানিক রাত ২:৩০ টায় চমেক হাসপাতালের জরুরী বিভাগের ৪র্থ তলায় পৌছিলে অভিযোগের বিবাদীগন যথাক্রমে মোঃ মোজাম্মেল, পিতা- মৃত গুরা মিয়া, মোঃ শাহ আলম পিতা- মৃত মফিজুর রহমান, মোঃ হাছান পিতা- শাহ আলম, সর্ব সাং- ফটিকা, মেহেদী পাড়া,এয়ার আলী মিস্ত্রীর বাড়ি, মোঃ ওসমান পিতা- অজ্ঞাত, সাং- ছড়ারকুল, সর্বথানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম।
বাদীকে একা পেয়ে উল্লেখিত বিষয়াবলী নিয়ে থানায় কিংবা কোর্টে কোন মামলা মোকাদ্দমা করিলে বাদী ও তার পরিবারের লোকজনদেরকে অপহরন করিয়া জবাই করে হত্যা করতঃ লাশ গুম করবে বলে হুমকি প্রদান করে।
বাদীর চাচাত ভাই মোঃ ফিরোজ প্রতিবেদককে বলেন, বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি , বিবাদীরা অর্থশালী হওয়ায় সবাইকে সহজে ম্যানেজ করে ঘটনার প্রকৃত মোড় ঘুরিয়ে দেয়।
ইতিপূর্বে তাদের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করা হয় যা বেশ কয়েকটি দৈনিক পত্রিকা ও অনলাইনে প্রকাশ পায়।
তিনি আরো বলেন, বিবাদীরা আমার চাচাত ভাইয়ের খতিয়ান থাকা স্বত্তেও নিশিরাতে বসতঘরে আগুন লাগিয়ে জায়গা বসতহীন করে তাতে জোর পুর্বক পাকাঘর তৈরি করে, ঘটনাটি নিয়ে মামলাটিও বিচারাধীন।
বাদী এবং বাদীর পরিবারের লোকজন স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
