প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল আর নেই। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর গুলশান দুই নম্বরের একটি জাপানি রেস্তোরাঁয় গুরুতর অসুস্থ হয়ে তিনি মৃত্যবরণ করেন (ইন্নালিল্লাহি …রাজিউন)।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ শাকিলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম হেলাল বলেছেন, ‘আমি শুনেছি, হাসপাতালে তাকে দেখতে যাচ্ছি।’

এদিকে, শাকিলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল জানান, ‘গুলশানের একটি বাড়িতে আজ শাকিল মারা গেছেন বলে খবর পেয়েছি।’
মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সামদাদো রেস্টুরেন্ট থেকে বের হয়ে  সাংবাদিকদের বলেন, ‘ধারণা করা হচ্ছে শাকিল রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ঘটনাস্থল পরিদর্শন শেষে বিকেলে সাংবাদিকদের বলেন, ‘শাকিল আমাদের মাঝে আর নেই। তিনি দুপুরে মারা গেছেন। তার লাশ আজ বারডেম হাসপাতালে রাখা হবে। পরে বুধবার সকাল ১১টায় লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি) হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর লাশ ময়মনসিংহের শহরের বাগমারায় বাদ মাগরীব দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা  হবে।

এদিকে, বিকেল ৪টা ৩৫ মিনিটে সামদাদো রেস্টুরেন্টের এক নিরাপত্তা কর্মীসহ আরও দুইজনকে আটক করে নিয়ে যায় গুলশান থানা পুলিশ। এর আগে আরও চারজনকে আটক করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে মাহবুবুল হক শাকিল অন্যতম ছিলেন। মাহবুবুল হক শাকিল আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মেয়াদে বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন এক সময়কার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি এই ছাত্রনেতা। শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর।

১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা জহুরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমানে জেলা পরিষদের প্রশাসক। মা শিক্ষকতা করেন। তিনি একটি কন্যা সন্তানের জনক।

এদিকে, এ ঘটনায় ওই রেস্তোরাঁ থেকে সন্দেহবশত ৫ জনকে আটক করেছে পুলিশ।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031