অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো। সিরিজের প্রথম দুই ম্যাচ স্বাগতিকরা জেতে যথাক্রমে ৬৮ ও ১১৬ রানে। আর আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ তারা জিতলো ১১৭ রানের বিশাল ব্যবধানে। এতে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ স্পষ্ট ৩-০ ব্যবধানে জিতে নিলো অজিরা। আজ টস জিতে আগে ব্যাটে গিয়ে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৮ উইকেটে ২৬৪ রান। জবাবে ৩৬.১ ওভারে ১৪৭ রানে অলআউট হয় কিউইরা। মামুলি এ টার্গেট সামনে নিয়ে ১ উইকেটে ৭৪ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। কিন্তু এরপর ৭৩ রান যোগ করে বাকি ৯ উইকেট হারায় তারা। উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল করেন সর্বোচ্চ ৩৪ রান। আর আরেক ওপেনার টম লাথাম করেন ২৮ রান। এছাড়া এদিন আর কারো ব্যাট তেমন কথা বলেনি। কলিন মুনরো করেন তৃতীয় সর্বোচ্চ ২০ রান। এর আগে অস্ট্রেলিয়া দলীয় মাত্র ১১ রানে দুই উইকেট হারিয়ে ফেলে। কিন্তু এরপর তাদের পথ দেখান ডেভিড ওয়ার্নার ও জর্জ বেইল। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ৬২ রান। বেইলি ২৩ রানে ফেরার পর পঞ্চম উইকেটে আরো বড় জুটি গড়েন ওয়ার্নার ও ট্র্যাভিস হেড। তারা যোগ করেন ১০৫ রান। হেড ৩৭ রানে ফিরলেও ওয়ার্নার ইনিংসের একেবারে শেষ বলে আউট হন ৪ ছক্কা ও ১৩ চারে ১২৮ বলে ১৫৬ রান করে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
