মেহেদি হাসান মিরাজ বোলার হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছেন । সাদা পোশাকে অভিষেক সিরিজে তার স্পিন ঘূর্ণিতেই নাকাল হয় ইংল্যান্ড। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরেও দেখা যায় ডানহাতি এই স্পিনারের বোলিং জাদু। এই ধারাবাহিকতা আসন্ন নিউজিল্যান্ড সফরেও ধরে রাখতে চান তিনি। পাশাপাশি ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখতে চান মিরাজ।

দেশ ছাড়ার আগে শনিবার মিরপুরের একাডেমি ভবনের সামনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানান ১৯ বছর বয়সী তরুণ এই ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার আগে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প করতে আজ রাতেই ঢাকা ছাড়বে মাশরাফি-সাকিব-তামিমরা। জাতীয় দলের সঙ্গে এবারই প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন মিরাজ।

তিনি বলেন, ‘আমার নিজের কাছেই খারাপ লাগে যখন ব্যাটিংয়ে রান না করি। যখন রান করি তখন খুব আত্মবিশ্বাসী মনে হয়। সবাই আমার বোলিং দেখেছে। আশা করি ব্যাটিংয়েও চেষ্টা থাকবে সর্বোচ্চ দেওয়ার জন্য। আসলে আমি ব্যাটিং-বোলিং দুটোই খুব উপভোগ করি। ব্যাটিং-বোলিংয়ে গুরুত্ব সমানভাবে দেই। চেষ্টা করব, সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার জন্য।’

সদ্যই শেষ হওয়া বিপিএলে রাজশাহী কিংসের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন মিরাজ। একই দলের হয়ে খেলতে আসা নিউজিল্যান্ডের ক্রিকেটার জেমস ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে সে দেশের কন্ডিশন সম্পর্কে ধারণা নিয়ে রেখেছেন মিরাজ। তিনি জানান, নিউজিল্যান্ডের মাটিতে ব্যাটে-বলে সাফল্য পাওয়ার টিপসও দিয়েছেন কিউই অলরাউন্ডার।

এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘ওর (ফ্র্যাঙ্কলিন) কাছ থেকে অনেক তথ্য নিয়েছি। নিউজিল্যান্ডের কন্ডিশনে কী করলে ভালো কিছু করতে পারব সেই ধারণা নিয়েছি। ফ্র্যাঙ্কলিন আমাকে সব রকম সহযোগিতা করেছে, টিপস দিয়েছে ওই কন্ডিশনে কীভাবে মানিয়ে নিতে হয়। আর তা পারলে ভালো কিছু করতে পারব। তারপরও আমাদের টিমের কোচ আছেন, সিনিয়র ক্রিকেটাররা আছেন। তাদের সাথেও অস্ট্রেলিয়ায় গিয়ে আলোচনা করব। আমি মনে করি, নিজেকে তৈরি করতে পারব।’

নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশের ক্রিকেটাররা। এর মাঝে বিগ ব্যাশের দুই দল সিডনি থান্ডার ও সিডনি সিক্সার্সের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরবর্তীতে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031