সফররত ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের সঙ্গে সাক্ষাত করেছেন। আজ রোববার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এরশাদের বারিধারা বাসভবনে এই বৈঠক হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা এবং জাপা প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার উপস্থিত ছিলেন। তবে এরশাদ এবং ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর প্রায় এক ঘন্টা একান্ত বৈঠক করেন। ওই সময় বৈঠকে ভারতীয় হাইকমিশনার বা জাপার কেউ ছিলেন না।
এদিকে গতকাল বনানী কড়াইল বস্তিতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। এ সময় তিনি বলেন, অগ্নিকা-ে পুড়ে যাওয়া আশ্রয়হীন, শীতবস্ত্রহীন অসহায় নারী, পুরুষ ও শিশুরা খোলা আকাশের নিচে শীতে কিভাবে রাতদিন কাটাচ্ছে ভূক্তভোগীরা ছাড়া এই নিষ্ঠুর কষ্ট কেহই বুঝবেনা। সরকারের উচিত গৃহহীন অসহায় মানুষের পুর্নবাসন করা। এরশাদ বলেন, আমরা শুনেছি আওয়ামী লীগ ও বিএনপি’র দু’দলের লোকেরাই এই বস্তি দখল করে অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। আবার ওরাই সুুযোগ বুঝে বস্তিতে আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়। মাথা গোঁজার ঠাঁই হিসেবে প্রথম অবস্থায় ২৫-৩০ হাজার টাকার বিনিময়ে ঘর তুলতে দেয়া হয়। পরে মাসে মাসে ভাড়া বাবদ ৩-৪ হাজার টাকা দিতে হয়। এখানে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজারেরও বেশি লোক বাস করে। তিনি বলেন, এরা আমাদের দেশের নাগরিক। এদের বাসস্থান ও নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। রাষ্ট্র যদি এ ক্ষেত্রে ব্যর্থ হয় তাহলে এই মানুষগুলো ধীরে ধীরে অপরাধের দিকে ধাবিত হবে। যার পরিণতি ভাল হতে পারে না।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031