এক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন মানুষ নিহত হয়েছে মিশরের রাজধানী কায়রোর কপটিক ক্যাথেড্রালের কাছে । দেশটির রাষ্ট্র পরিচালিত টেলিভিশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, বিস্ফোরণে ৩৫ জন আহতও হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, ক্যাথেড্রালের পাশে সেইন্ট পিটার’স চার্চে বিস্ফোরণটি ঘটে। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিক জানা যায়নি। স্থানীয় সময় ১০টায় বিস্ফোরণটি ঘটে। সংবাদ মাধ্যমে বলা হয়েছে, কায়রোর নিরাপত্তা প্রধান খালিদ আবদেল আল ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
মিশরের মোট জনসংখ্যার ১০ শতাংশই কপটিক খ্রিস্টান। শনিবার গিজায় পিরামিডে যাওয়ার প্রধান সড়কে এক বোমা বিস্ফোরণে ৬ পুলিশ সদস্য নিহত হয়। ছয় মাসে কায়রোর নিরাপত্তা বাহিনীর ওপর সেটিই ছিল সবচেয়ে প্রাণঘাতি হামলা। ওই হামলার দায় নিয়েছিল সম্প্রতি গঠিত হওয়া জঙ্গিগোষ্ঠী হাসম। এর আগে ২০১৩ সালে কপটিক খ্রিস্টানদের প্রধান ক্যাথেড্রাল সেইন্ট মার্কের বাইরে এক হামলায় দুই জন নিহত হয়। তখন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক ধর্মীয় সহিংসতায় ৪ খ্রিস্টানের অন্ত্যোষ্টিক্রিয়া চলছিল।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
