চট্টগ্রাম মহানগর পুলিশের পতেঙ্গা থানার ওসি আলমগীর মাহমুদ ও আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশকে বদলি করা হয়েছে।
সোমবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার এই আদেশ দেন। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, পতেঙ্গা থানার ওসি আলমগীর মাহমুদকে বদলি করে আকবর শাহ থানায় ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশকে সিএমপি সদর দপ্তরে সংযুক্ত (লাইন ওয়ার) করা হয়েছে। এছাড়া পতেঙ্গা থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে নগর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আবুল কাশেম ভুঁইয়াকে।
