শফিকুল ইসলাম (৪৫)নামে এক সিকিউরিটি গার্ড বাসের চাপায় নিহত হয়েছেন নগরীর ইপিজেড মোড়ে।
মঙ্গলবার বিকাল ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।
সিইপিজেডে শফিকুল ইসলাম রিজেন্সি নামক পোষক কারখানায় G4S (গ্রুপ ফর সিকিউরিটি) এর সুপারভাইজার পদে দায়িত্বরত ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার,কতোয়ালি থানার, মিস্ত্রি বাড়ি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৩টা্র দিকে ইপিজেড মোড়ে একটি বাই সাইকেলের সাথে উল্টো পথ থেকে অাসা সিটি সার্ভিসের একটি ৬নং রুটের বাস চাপায় দিলে ঘটনাস্থলেই শফিকুল ইসলামের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় বাস চালক মোসলেম মাঝিকে (৩০) পুলিশ গ্রেফতার করেছে এবং বাসটি থানায় পুলিশ হেফাজতে রাখা হয়।
এব্যাপারে ইপিজেড থানার ওসি (তদন্ত) জাবেদ মাহমুদ সিটিজি টাইমসকে ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, থানায় দূর্ঘটনাটি নিয়ে নিহত শফিকুলের ছেলে নাহিদ ইসলাম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
