ভারত নয়া ইতিহাস গড়লো । প্রথমবারের মতো ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারালো তারা। রাজকোটে প্রথম টেস্ট ড্র হওয়ার পর পরের তিন টেস্ট ভারত জেতে ২৪৬ রান, ৮ উইকেট এবং ইনিংস ও ৩৬ রানে। আর সর্বশেষ চেন্নাই টেস্ট ভারত জিতলো ইনিংস ও ৭৫ রানে। চেন্নাইয়ে চরম উত্তেজনা ছড়িয়ে টেস্ট জিতেছে ভারত। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৪৭৭ ও ভারত করে ৭৫৯/৭ রান। ২৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ইংল্যান্ড। গতকাল চতুর্থ দিন তারা বিনা উইকেটে ১২ রানে শেষ করে। আজ শুরুতে তারা দারুণ লড়াই করে। অ্যালিস্টার কুক ও কিটন জেনিংস উদ্বোধনী জুটিতে ১০৩ রান তুলে ফেলেন। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। তবে এরই মধ্যে হার এড়ানোর জন্য দারুণ লড়াই করে ইংল্যান্ড। কিন্তু দিন শেষ হওয়ার ৭ ওভার বাকি থাকতে তারা অলআউট হয় ২০৭ রানে। কুক ৪৯ ও জেনিংস করেন ৫৪ রান। এরপর মঈন আলী ৪৪ ও বেন স্টোকস করেন ২৩ রান। এছাড়া ইংল্যান্ডের বাকি ৭ ব্যাটসম্যানের রান দুই অংকের কোঠা স্পর্শ করেনি। ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা দ্বিতীয় ইনিংসে নেন ৪৮ রানে ৭ উইকেট।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
