জার্মানিতে বড়দিনের একটি ক্রিসমাস মার্কেটে চলন্ত লরি ঢুকিয়ে কমপক্ষে ১২ জনকে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪৮ জন। লরি বা ট্রাক চালিয়ে এ ঘটনা ঘটিয়েছে পাকিস্তানি এক ব্যক্তি। তার নাম নাভেদ বি. (২৩)। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তদন্তকারীদের উদ্ধৃত করে জার্মান পত্রিকা বিল্ড মঙ্গলবার পাকিস্তানি ওই ব্যক্তি সম্পর্কে খবর দিয়েছে। এতে বলা হয়েছে ওই পাকিস্তানি জার্মানিতে প্রবেশ করে প্রায় এক বছর আগে। খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে বার্লিনে ওই মার্কেটটি ব্যস্ত হয়ে উঠেছিল বেচাকেনায়। এ সময় সেখানে এমন ঘটনাকে নিছক দুর্ঘটনা নয়, বরং এটা ইচ্ছাকৃত করা হয়েছে বলে মনে করছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডে মেইজ্যেরে। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জার্মানির পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, লরি ড্রাইভারকে আটক করা হয়েছে। এছাড়া আহত একজন পথচারী মারা গেছেন। নিরপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, হামলাকারী লরির ড্রাইভার পাকিস্তান থেকে জার্মানিতে যাওয়া একজন শরণার্থী। সে ফেব্রুয়ারিতে জার্মানি গিয়েছিল। ভিডিও ফুটেজে দেখা গেছে, মার্কেটের বেশ কিছু দোকান ভেঙ্গে পড়েছে এবং আহত অনেক মানুষ রাস্তায় লুটিয়ে পড়েছেন। জার্মানীর স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডে মেইজ্যেরে বলছেন, এটিকে একটি ইচ্ছাকৃত হামলা মনে করছে সরকার। বার্লিনের শপিংকেন্দ্র হিসেবে পরিচিত একটি রাস্তার কাছে এ ঘটনা ঘটেছে। বার্লিনের একটি পত্রিকা বলছে, পুলিশ একটি বিশেষ জায়গা নির্ধারণ করেছে, যেখানে স্বজনরা মিলিত হতে পারবেন। লরি চালিয়ে মানুষ চাপা দেয়ার এই ঘটনার সঙ্গে গত ১৪ই জুলাই ফ্রান্সের নিস শহরে লরি হামলার মিল রয়েছে। নিস শহরের ওই হামলায় ৮৬ জন নিহত হয়েছিলেন। পরবর্তীতে ইসলামিক স্টেট ওই হামলার দায় স্বীকার করে। ফেসবুক বার্লিনের বাসিন্দাদের জন্য একটি ‘সেফটি চেক’ পেজ খুলেছে, যাতে যারা নিরাপদে আছেন, তারা এর মাধ্যমে পরিবার পরিজনদের তা জানাতে পারেন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031