থাইল্যান্ড মালয়েশিয়ায় রাষ্ট্রীয় তহবিল ‘১ মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহার্ড’ (১এমডিবি) দুর্নীতির সঙ্গে যোগসূত্র থাকা এক সুইস নাগরিককে মুক্তি দিয়েছে। ব্লাকমেইল ও ১এমডিবি কেলেঙ্কারিতে ঘুষ গ্রহণের অভিযোগে জাভিয়ার জাস্টোকে জেল দিয়েছিল থাই কর্তৃপক্ষ। দেশটির নতুন রাজা মাহা ভাজিরালঙকর্ন এ মাসে রাজকীয় সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন দেড় লাখ থাই ও বিদেশী বন্দিকে। তার মধ্যে ছিলেন জাভিয়ার। মুক্তি পাওয়ার পর তাকে সরাসরি সুইজারল্যান্ডে পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ওরাসিত পিরিয়াউবুন। ২০১৫ সালে থাইল্যান্ডের একটি পর্যটন কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করে থাই পুলিশ। এরপর তিনি ব্লাকমেইলের কথা ও পেট্রোসাউদি ইন্টারন্যাশনালের এক সাবেক কর্মচারীরর কাছ থেকে ঘুষ গ্রহণের চেষ্টা করেছিলেন বলে স্বীকার করেছেন। উল্লেখ্য, সৌদি আরবভিত্তিক একটি তেল ও গ্যাস কোম্পানি ও ১এমডিবির যৌথ অংশীদারিত্বে পরিচালিত হতো পেট্রো সাউদি ইন্টারন্যাশনাল। ১এমডিবি মালয়েশিয়ার একটি রাষ্ট্রীয় তহবিল। এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এ তহবিলের বিপুল পরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ব্যাংক একাউন্টে জমা পড়েছে বলে অভিযোগ আছে। তা নিয়ে সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্রসব কমপক্ষে ৬টি দেশে তদন্ত চলছে। ওদিকে জেল থেকে মুক্তি পেয়ে সাদা টি-শার্ট ও নীল রঙের শর্টস পরে থাকা জাভিয়ারকে নিয়ে যাওয়া হয়েছে ব্যাংককের অভিবাসন বন্দি বিষয়ক সেন্টারে। তাকে যে ভ্যানে পুলিশ সেখানে নিয়ে গিয়েছে তাতে রয়েছে চারজন পুলিশ কমান্ডো। মুক্তি পেয়ে জাভিয়ার বলেছেন, আমাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে এতে আমি খুব খুশি। রাতের মধ্যেই আমি দেশের উদ্দেশ্যে রওনা হবো।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
