ইসলামিক স্টেট (আইএস)। তারা বলেছে জার্মানির বার্লিনে ট্রাক হামলার দায় স্বীকার করেছে , তাদের একজন জঙ্গি সোমবার বার্লিনে ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে জমজমাট একটি মার্কেটে ট্রাক প্রবেশ করিয়ে ওই হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। তবে আইএসের এই দাবি তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ কোনো মাধ্যম বা সরকার থেকে যাচাই করা যায় নি। এ ঘটনায় সন্দেহজনকভাবে আটক করা হয়েছিল পাকিস্তানি নাগরিক নাভেদ বি’কে (২৩)। কিন্তু পর্যাপ্ত তথ্যপ্রমাণ না থাকায় জার্মান প্রসিকিউটররা তাকে ছেড়ে দিয়েছে। ফলে এখনও হামলাকারী সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় নি। আইএসের ওই দাবির বিষয়েও তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয় নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সরকারি কর্মকর্তারা বলছেন, এ হামলায় জড়িতরা অথবা জড়িত ব্যক্তি পলাতক রয়েছে। নিজেদের বার্তা সংস্থার মাধ্যমে আইএস দাবি করেছে, জোটবদ্ধ দেশগুলোর নাগরিকদের টার্গেট করার আহ্বান জানানোর পর তাতে সাড়া দিতে তাদের এক ‘যোদ্ধা’ বার্লিনে ওই হামলা চালিয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪৯ জন। তবে আইএসের এমন দাবির বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডি মেইজিয়েরে। তিনি বলেছেন, বিভিন্ন দিক থেকে তদন্ত করে দেখা হচ্ছে। সন্দেহজনক নাভেদ বি’কে মঙ্গলবার ছেড়ে দেয়ার আগে জার্মান কর্মকর্তারা বলেছেন, এ হামলায় তিনি জড়িত কিনা তা তারা নিশ্চিত হতে পারেন নি। ফেডারেল প্রসিকিউটর পিটার ফ্রাঁঙ্ক সাংবাদিকদের বলেছেন, হামলার ধরন ও টার্গেট বেছে নেয়া থেকে অনুমান করা যায় যে এটা ইসলামী কট্টরপন্থিদের কাজ। ওদিকে বার্লিনে এ হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তারা এ হামলাকে বর্বরোচিত ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছে। বলেছে, সন্ত্রাসীদের যেকোনো কর্মকান্ড অপরাধমুলক ও সমর্থন অযোগ্য। তাতে তাদের উদ্দেশ্য যা-ই থাকুক, যেখানেই ঘটনা ঘটাক অথবা যারাই ঘটাক না কেন। বার্লিনে এই ট্রাক হামলার পর লন্ডন পুলিশ রয়েছে সতর্ক। তারা ‘চেঞ্জিং অব দ্য গার্ড সিরিমনি’ চলাকালে বাকিংহাম প্রাসাদের চতুর্দিকের সব রাস্তা বন্ধ করে দেয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। সাধারণত, এ ধরনের অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। ওদিকে মাদ্রিদে স্পোর্টস প্যালেসে ইউরোলিগ খেলা শুরুর আগে রিয়েল মাদ্রিদ ও ব্রোসে ব্যামবার্গের বাস্কেটবল খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করেন বার্লিন হামলায় নিহতদের স্মরণে। বড়দিন উপলক্ষে যেসব মার্কেট জমজমাট থাকে বিশ্বজুড়ে সেসব মার্কেটি পুলিশি প্রহরা জোরদার করা হয়েছে। বার্লিনে ব্রেইটশ্চেইডপ্লাটড ক্রিসমাস মার্কেটে হামলায় নিহতদের স্মরণে প্রার্থনা সভা হয়েছে কেইসার উইলহেম মেমোরিয়াল চার্চে। হামলাকারীকে আইন যতটা কঠোর হওয়ার অনুমতি দেয় ততটাই কঠোর হয়ে শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, হামলাকারী হতে পারে কোনো আশ্রয়প্রার্থী। উল্লেখ্য, অভিবাসীদের জন্য উন্মুক্ত দরজা নীতিতে গত বছর জার্মানিতে আশ্রয় নিয়েছেন ৮ লাখ ৯০ হাজার আশ্রয়প্রার্থী। তার এ নীতির কারণে জার্মানরা মুলত বিভক্ত হয়ে রয়েছেন। অভিযোগ করা হচ্ছে অ্যাঙ্গেলা মারকেলের এই নীতির কারণে দেশটির নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। এমন অভিযোগ তুলে তার তীব্র সমালোচনা করেছেন অভিবাসন বিরোধী দল এএফডি’র নেতা ফ্রাউক পেট্রি। এখন বার্লিনের এই হামলাই অ্যাঙ্গেলা মারকেলকে রাজনৈতিকভাবে আক্রমণের হাতিয়ার হয়ে উঠতে পারে। সেখানে জাতীয় নির্বাচন আগামী বছরে। তার আগে স্থানীয় কয়েকটি নির্বাচনে ভরাডুবি হয়েছে মার্কেলের দলের। এখনও নিশ্চিত নয় কে বার্লিনে ওই ট্রাক হামলা চালিয়েছে। যদি এমনটা প্রমাণ করা যায় যে, হামলাকারী একজন শরণার্থী তাহলে অ্যাঙ্গেলা মারকেলেরও ওপর চাপ আরও বাড়বে এটা নিশ্চিন্তে বলা যায়। অলটার্নেটিভ ফার ডয়েচল্যান্ড (এএফডি) দল তো এরই মধ্যে তার দিকে আঙ্গুল তুলেই ফেলেছে। তারা বলছে, শরণার্থীরা কে, তাদের পরিচয় কি এর কিছুই যাচাই না করে মারকেল তাদেরকে জার্মানিতে প্রবেশ করার সুযোগ দিয়েছেন। এতে জার্মানির নিরাপত্তা সঙ্কট সৃষ্টি হয়েছে। মারকেল এর মধ্য দিয়ে জার্মানির নিরাপত্তা নিয়ে আপোষ করেছেন। এ জন্য আগামী বছর জাতীয় নির্বাচনে খেসারত দিতে হতে পারে মারকেলকে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031