বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির হয়েছেন । আজ বেলা সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার বকশীবাজার কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে যান। আজ এ আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে অসমাপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার। গত ১৫ই ডিসেম্বর খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য দিন ধার্য থাকলেও ওই দিন খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত নতুন করে ২২শে ডিসেম্বর (আজ) দিন ধার্য করেন বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদার। একই সঙ্গে ২২শে ডিসেম্বর হাজির না হলে খালেদা জিয়ার জামিন বাতিল হবে বলে আইনজীবীদের জানিয়ে আদালতের বিচারক। এর আগে ১লা ডিসেম্বর খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে অসমাপ্ত বক্তব্য দেন। এ সময় নিজেকে নির্দোষ দাবি করে তার পক্ষে সাফাই সাক্ষী হাজির করবেন বলে আদালতকে জানান তিনি। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধভাবে লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ই আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
