বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটি মহেশখালীতে আনোয়ারা- মহেশখালী গ্যাস লাইন প্রকল্প ও ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) ইউথ ডাবল পাইপ লাইল প্রকল্পের অগ্রগতি ও স্থান পরিদর্শন করেন । সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম এম,পির নেতৃত্বে প্রতিনিধি দল। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টায় মহেশখালী আদিনাথ জেটি হয়ে হোয়ানকের ধলঘাট পাড়াস্থ আনোয়ারা মহেশখালী গ্যাস লাইন ষ্টেশন পদির্শন ও কালারমারছড়ার নয়াপাড়া এস,পি,এম প্রকল্পের স্থান পরিদর্শন করেন। এসময় কমিটির সভাপতি তাজুল ইসলাম এম.পি বলেন সরকারের গৃহিত উন্নয়ন প্রকল্পেরকাজ সমূহ দ্রুত বাস্তবায়ন হলে মহেশখালী দ্বীপের আজকের কুড়ে ঘর আগামীদিনে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়ে দালান কোটায় পরিনত হবে। বাস্তবায়নাদীন প্রকল্পের কাজ দ্রুত সমাপ্ত হলে প্রতি বছর জ্বালানীখাতে দেশের চাহিদা অনুযায়ী ১২ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। আনোয়ারা- মহেশখালী গ্যাস লাইন প্রকল্পের কাজ পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন সংসদীয় কমিটির সভাপতি জালুল ইসলাম এম,পি। এ সয়ম আরো উপািস্থত ছিলেন কমিটির সদস্য আবু জাহেদ এমপি, বেগম নাছিমা ফেরদৌস এমপি, কক্সবাজার সদরের এম,পি সাইমুন সরওয়ার কমল, মহেশখালী কুতুবদিয়া আসনের আলহাজ্ব আশেক উল্লাহ্ রফিক এম,পি। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ারুল নাসের, মহেশখালী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহীম, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, (এসপিএম) প্রকল্পের পকল্প পরিচালক ইঞ্জিনিয়ার শরীফ হাসনাত, ডাইরেক্টর অব অপারেশন ছৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক, আনোয়ারা- মহেশখালী গ্যাস লাইন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী আবু সাঈদ মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আতিকুজ্জামান, কোল্ড পাওয়ার জেনারেশন কোম্পানী লিঃ এর এমডি. আবুল কাশেম, মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক, হোয়ানকের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, কালারমারছড়ার চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী, লোকাল পরিচালক মোঃ সাদ্দাম হোসেন প্রমুক সহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় ও সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তা জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ (এসপিএম) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031