২৯ ডিসেম্বর প্রকাশ করা হবে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল। ওই দিন বেলা পৌনে ১১টায় প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করা হবে। এরপর সচিবালয়ে বেলা ১টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়  ফল ঘোষণার তারিখ নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আনুষ্ঠানিক ফল ঘোষণার পর তা ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।’

একই দিন অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষার ফলও প্রকাশ করা হবে বলে এর আগে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা সমাপনীতে এবার ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন এবং ইবতেদায়ি সমাপনীতে দুই লাখ ৯৯ হাজার ৭১৫ জনসহ মোট ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ শিক্ষার্থী অংশ নিয়েছে।  প্রাথমিকে ছাত্রসংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৩২ জন এবং ছাত্রী ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ জন।  ইবতেদায়িতে ছাত্র একলাখ ৫৭ হাজার ৩১৯ জন এবং ছাত্রী একলাখ ৪২ হাজার ৩৯৬ জন।

প্রাথমিক ও ইবতেদায়িতে দেশের বাইরে ১১টিসহ সারাদেশে ৭ হাজার ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠি হয়। গত ২০ নভেম্বর শুরু হয়ে এ পরীক্ষা শেষ হয় ২৭ নভেম্বর।

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯  এবং ইবতেদায়িতে এ পরীক্ষা শুরু হয় ২০১০ সালে। সমাপনী পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের প্রতি বছর বৃত্তি দেয় সরকার।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031