রুশ সামরিক বিমানের মূল ব্ল্যাকবক্সটি পাওয়া গেছে কৃষ্ণসাগরে বিধ্বস্ত সোচি থেকে সিরিয়াগামী । স্থানীয় সময় ভোর ৫টা ৪২ মিনিটে উপকূল থেকে ১৬০০ মিটার দূরে এবং ১৭ মিটার গভীর থেকে ব্ল্যাকবক্সটি উদ্ধার করা হয়। পরীক্ষা-নিরীক্ষার জন্য এটি রাজধানী মস্কোয় পাঠানো হবে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর জানায়। তারা আরো জানায়, দুর্ঘটনার পর থেকে চলমান তল্লাশি অভিযানে এ পর্যন্ত ১২টি লাশ ও ১৫৬টি মানব শরীরের ছিন্নভিন্ন অংশ পাওয়া গেছে। সনাক্তের জন্য এসব মস্কোয় পাঠানো হবে।
রবিবার তু-১৫৪ বিমানটি কৃষ্ণসাগরে ৯২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়। বিমানটিতে আন্তর্জাতিকভাবে পরিচিত রেড আর্মি চয়ির সঙ্গীত দলের ৬০ জন সদস্য ছিল। তারা নববর্ষ ও বড়দিন উদযাপনের লক্ষ্যে সিরিয়া যাচ্ছিল। দুর্ঘটনার কারণ হিসেবে সন্ত্রাসী হামলার সম্ভাবনা নাকচ করে দিয়েছে কর্তৃপক্ষ।
