বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। যেনতেন নির্বাচন কমিশন গঠন হলে দেশে গণতন্ত্র আসবে না। তাই স্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে সঙ্গে একটি নির্বাচন কালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। মঙ্গলবার রাতে শুভ বড়দিন উপলক্ষে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন এর আয়োজন করে। বিএনপির চেয়ারপারসন বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ বাহবা নিতে চেয়েছিল যে, তাদের অধীন নির্বাচন সুষ্ঠু হয়। কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়নি। বাইরে ফিটফাট, ভেতরে ষড়যন্ত্র।  নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপের উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগ মুখে বলছে রাষ্ট্রপতি যা বলবেন, তা মেনে নেবে। কিন্তু তারা কানে কানে কি বলবে, সেটা কি আমরা বুঝি না? তিনি বলেন, শুধু নিরপেক্ষ এবং স্বাধীন কমিশন হলেই নির্বাচন সুষ্ঠু হবে না। বরং নির্বাচনকালীন সহায়ক সরকার অর্থাৎ, নির্দলীয় সরকার থাকতে হবে। অন্যথায় নারায়ণগঞ্জের মতো নির্বাচন হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুম-খুনের জন্য আওয়ামী লীগকে দায়ী করে খালেদা জিয়া বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে আওয়ামী লীগ ও তাদেও লোকজন জড়িত। তাদের ধরলেই সব বেরিয়ে যাবে। বিগত আন্দোলনের সময় আগুন দেওয়া, পেট্রলবোমা মেরেছে আওয়ামী লীগ ও প্রশাসনের লোকেরা। অথচ কোনো ঘটনা ঘটলেই বিএনপি-জামায়াত, নইলে অমুক দল তমুক দল জড়িত। খালেদা জিয়া বলেন, এভাবে চলতে পারে না। এর বিহিত করতেই হবে। আওয়ামী লীগের আমলে কোন ধর্মের লোক নিরাপদ নয় বলে মন্তব্য করে তিনি বলেন, সংখ্যালঘুরা আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। হিন্দুদের জায়গা দখল করা হয়েছে। কিন্তু বিএনপি মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মের লোকদের সমানভাবে দেখে। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মের লোকদের নিয়ে কাজ করেছেন। তিনি সকলকে দলের কাজ করার দায়িত্ব দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার  মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান প্রমুখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031