আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে জামায়াত-শিবির হত্যা করেছে বলে অভিযোগ করেছেন। রোববার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এমপি লিটনের মরদেহ দেখতে এসে তিনি এ কথা বলেন।
নানক বলেন, লিটন যে এলাকার এমপি তা জামায়াত শিবিরের ঘাঁটি ছিল। জনগণের ভালোবাসা নিয়ে সে ঘাঁটি ভেঙে লিটন এমপি নির্বাচিত হয়েছিল। এ হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। অনেক দিন থেকেই লিটনকে হত্যার ষড়যন্ত্র করছিল জামায়াত-শিবির। অবশেষে তার শেষ রক্ষা হলো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে খুনিদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, সারাবিশ্বে যেভাবে জঙ্গি উত্থান হয়েছে সে তুলনায় বাংলাদেশে জঙ্গিরা সুবিধা করতে পারেনি। স্বাধীনতাবিরোধী চক্র যতই ষড়যন্ত্র করুক এ দেশ থেকে তাদেরকে নির্মূল করা হবে।
নানক জানান, ময়নাতদন্ত শেষে বেলা ১১টায় রংপুর পুলিশ লাইন মাঠে লিটনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা হবে।

শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে এমপি লিটনকে গুলি করে দর্বৃত্তরা। রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031