ঘন কুয়াশার কারণে প্রায় ৪ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে ঘন কুয়াশায় দীর্ঘ সময় পর দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মানিকগঞ্জ থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানান। ফেরি বন্ধ থাকায় পাটুরিয়াঘাটে নদী পারের অপেক্ষায় নৈশকোচ, বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পন্যবাহী ট্রাক মিলে প্রায় ৪০০ যানবাহন আটকে ছিল। এছাড়া কনকনে শীতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
বিআইডবিব্লউটিসি আরিচা সেক্টরের ব্যবস্থাপক (বাণিজ্য) সালা উদ্দিন জানান, ভোর থেকে ঘন কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ দূর্ঘটনা এড়াতে সোয়া ৬টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ১০টার দিকে কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে কয়েকশ যানবাহন আটকে থাকে। শীতে চরম ভোগান্তির শিকার হন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস যাত্রীরা।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, ৮ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ১১টার দিকে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরিসহ সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।
মাঝ পদ্মায় আটকে থাকা ফেরিগুলো সকাল ১১টার দিকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা করে। এসকল ফেরিতে যাত্রীবাহী বাসসহ ব্যক্তিগত গাড়ি নিয়ে সারারাত পদ্মায় আটকে থেকে চরম দুর্ভোগে পরে যাত্রীরা।
এদিকে শিবচরের কাওড়াাকন্দি ঘাটে গত রাত থেকে আটকে থাকা ৮টি নৈশকোচ ফেরি চলাচল শুরুর সাথে সাথেই অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।
এছাড়ও কাওড়াাকন্দি ঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে আটকে আছে শতাধিক পণ্যবাহী পরিবহন।
বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত তিনটা থেকে কুয়াশার কারণে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এছাড়াও সকাল থেকে পদ্মায় দিক নির্ণয় করতে না পারায় দূর্ঘটনা এড়াতে বন্ধ থাকে স্পিডবোট ও লঞ্চ চলাচলও। সকাল ১১টা থেকে কুয়াশা কমে গেলে ফেরিসহ সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, সকাল ১১টা থেকে ফেরি চলাচল শুরু করেছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
