৪ জন নিহত হয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া এলাকায় ট্রাক উল্টে খাদে পড়ে। নিহতরা হলেন- ট্রাক চালক সোহেল মিয়া (২৯) এবং ওই ট্রাকের শ্রমিক সুজন রায় (২৩), দিলিপ রায় (২২) ও কাজল রায় (২৪)। নিহতরা গাজীপুর সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের বাঘিয়া এলাকায় ‘করম মোল্লা ব্রিকস’ নামের ইটাভাটায় ট্রাক শ্রমিকের কাজ করতেন। বুধবার রাত ৩টার দিকে নগরের জয়দেবপুর থানার বাঘিয়া-রাজাবাড়ী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ইট নামিয়ে ভাটায় ফিরছিল ট্রাকটি। ইটভাটার কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিন ট্রাকশ্রমিক নিহত এবং গুরুতর আহত হন ট্রাকচালক সোহেল মিয়া। এক শ্রমিক অবশ্য সাঁতরে প্রাণে বাঁচেন। পরে স্থানীয়রা নিহতদের উদ্ধার করে এবং আহত ট্রাকচালককে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
