৩১তম বিসিএস ক্যাডারের সদস্যরা চাকরি জীবনের চার বছর পূর্ণ করেছেন। ২০১৩ সালের ১৫ জানুয়ারি তারা বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। এরই মধ্যে তারা গঠন করেন ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন। এই সংগঠনের মধ্যদিয়ে তাদের বন্ধন আরও অটুট হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই সংগঠনের সদস্যরা পরিচালনা করছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড। বৃক্ষরোপণ থেকে শুরু করে গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন তারা।
চাকরিতে প্রথম যোগদানের দিনটি স্মরণীয় করে রাখতে স্যুভেনির প্রকাশের উদ্যোগ নিয়েছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন। এর নাম দেয়া হয়েছে- দ্য লিডার্স। স্যুভেনিরে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যোগদান পূর্তি অনুষ্ঠানে তরুণ পাঁচ লেখকের পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন হবে। ১৪ জানুয়ারি শনিবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় এ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুকদের রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশনের জন্য ০১৭১১১৬১৯৩১ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে।
সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল হাদী জানান, ‘সরকারের রূপকল্প বাস্তবায়ন ৩১তম বিসিএস ক্যাডারের ২৫০০ সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের দোড়গোরায় সরকারের সেবা পৌঁছে দিতে বদ্ধ পরিকর আমরা।’
