খাদিজা আক্তার নার্গিস সিলেটের কলেজছাত্রী হত্যাচেষ্টা মামলার সাক্ষ্য গ্রহনের তারিখ আরও এক মাস পিছিয়েছে। আদালতের নির্দেশনা মতো খাদিজা রোববার সিলেটের বিচারিক আদালতে হাজির না হওয়ায় রাস্ট্রপক্ষের আইনজীবির আবেদনের প্রেক্ষিতে দ্বিতীয় দফা তারিখ পেছানো হলো। সিলেট মুখ্য মহানগর হাকিম সাইদুজ্জামান হিরো মামলার পরবর্তী শুনানী আগামী ২৬ শে ফেব্রুয়ারি নির্ধারণ করেছে। এ দিন তিনি খাদিজাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে, মামলার নির্ধারিত তারিখ থাকায় সকালে সিলেটের আদালতে হাজির করা হয় আদালতে। সিআরপি থেকে ছাড়পত্র না পাওয়ায় সাক্ষ্যদিতে হাজির হতে পারেননি খাদিজা। এক মাসের মধ্যে তিনি আদালতে হাজির হওয়া সম্ভব নয় বলে চিকিৎসকরা আদালতে আবেদন জানিয়েছেন। সিলেট মহানগর আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট মাহফুজুর রহমান জানিয়েছেন, আদালত খাদিজার বক্তব্য শুনতে চাইছেন। ন্যায় বিচারের স্বার্থে আবেদনের প্রেক্ষিতে আদালত আরও সময় দিয়েছেন। খাদিজা হত্যাচেষ্টা মামলায় ইতিমধ্যেই ৩ কার্যদিবসে মামলার সাক্ষীর মধ্যে ৩৩ জন সাক্ষ্য প্রদান করেছেন। খাদিজা বর্তমানে ঢাকার সাভারের সিআরপিতে চিকিৎসাধীন।
গত বছরের ৩ অক্টোবর খাদিজা বেগম নার্গিসকে এমসি কলেজের পুকুরপাড়ে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার পরপরই শিক্ষার্থীরা ধোলাই দিয়ে বদরুলকে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন তার চাচা আবদুল কুদ্দুস। পরে ৫ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বদরুল। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। ৩ অক্টোবর দিবাগত রাতেই খাদিজাকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকতে থাকতে বেঁচে ফিরেন খাদিজা। পরে তাকে থেরাপি দেওয়ার জন্য সিআরপিতে নেওয়া হয়। ৮ নভেম্বর খাদিজা হত্যা চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট নগরীর শাহপরান থানার এসআই হারুনুর রশীদ আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ১৫ নভেম্বর আদালত চার্জশিট গ্রহণ করেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031