ব্যাট-বল সমান তালে চালাতে পারেন বলে ক্রিকেট বিশ্বে তার বেশ কদর। তাকে বলা হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাণভোমড়া।  ঝুলিতে উঠেছে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাবও। এত কিছুর পরও সাকিব আল হাসানকে পুরোদস্তর ব্যাটসম্যান বলতে নারাজ স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

ব্যাট হাতে সাকিব আল হাসানকে আরও পরিণত দেখতে চান বাংলাদেশের অন্যতম সেরা এই কোচ। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর পার করার ব্যাটসম্যান হিসেবে যে জায়গায় থাকার কথা ছিল, সাকিব সেখানে পৌঁছাতে পারেননি বলে মনে করেন সালাউদ্দিন। বাংলাদেশ অলরাউন্ডারের প্রিয় কোচের দৃষ্টিতে সাকিব তার ব্যাটিং প্রতিভার পুরোটা এখনও কাজে লাগায়নি।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন সাকিব। খেলেছেন দেশের পক্ষে সর্বোচ্চ ২১৭ রানের ব্যক্তিগত ইনিংস। এমন ইনিংসের পরও প্রিয় শিষ্যকে নিয়ে সালাউদ্দিন বলছেন, ‘আমার এখনও একই কথা মনেহয়। সাকিবের ব্যাটিংয়ের সামর্থ্য আরও যা আছে তার পুরোটা এখনও আমরা দেখতে পারিনি। সামনে একটা সুযোগ আছে বলে আমার মনে হচ্ছে। তবে তার ব্যাটিং প্রতিভার পুরোটা এখনও সে কাজে লাগায়নি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংস খেলতে সাকিব খরচা করেছেন ২৭৬ বল। টেস্ট মেজাজে খেললে ইনিংসটা আরও সাবলীল হতো কি না? সালাউদ্দিনের কাছে অবশ্য রান করাটাই আসল। প্রিয়.কমকে তিনি বলেন, ‘টেস্ট বা ওয়ানডে মেজাজ নিয়ে আমি কখনই চিন্তিত না। রান করতে পারলে রান করবেন। আপনি ব্যাটসম্যান, দেখা হবে আপনার স্কোর কত। কিভাবে রান করবেন সেটা আপনার ওপর। আপনি কত রান করলেন সেটা দলের ওপর প্রভাব ফেলবে। ’

সাকিব আল হাসান ইতিমধ্যে অনেক সাফল্যের দেখা পেলেও শিষ্যের কাছ থেকে আরও বড় কিছু আশা করেন মোহাম্মদ সালাউদ্দিন, ‘আসলে আমি দেখতে চাই অবসরের পর তার অবস্থানটা কোথায়। সে এখন কি করল বা আরও দুই বছর পর কি করবে সেটা দেখার বিষয়। এখন যদি সে খারাপ খেলে তার মানে সে ঠিকভাবে তার ক্যারিয়ার শেষ করল না।’

সাকিবের ক্যারিয়ারের ঝলমলে শেষ দেখতে চান তিনি। বলছেন, ‘সে যেদিন অবসর নেবে সেদিন মানুষ তাকে কিভাবে নিচ্ছে, কিভাবে তাকে গ্রহণ করছে সেটা দেখতে হবে। পুরো ক্যারিয়ারে সে কিভাবে দেশের প্রতি অবদান রেখেছে সেটার প্রতিফলন হবে ১০ বছর কি করলেন বা ২০ বছর ক্রিকেট খেলার পর। তো আমি দেখব সে যেদিন অবসর নেয় সেদিন দেশের মানুষ কি করে।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031