শীর্ষ কূটনীতিকরা পদত্যাগ করছেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম সপ্তাহেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপনা দলের। ফলে ট্রাম্পের মনোনীত পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসনের ওপর আরও চাপ যোগ হলো। টিলারসনের মনোনয়ন এখনও নিশ্চিত করেনি সিনেট। মন্ত্রণালয়ের কাজ মসৃণভাবে চালাতে হলে এ গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন কাউকে নিয়োগ দিতে হবে টিলারসনকে। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে রয়েছেন ব্যবস্থাপনা বিষয়ক আন্ডারসেক্রেটারি প্যাট্রিক কেনেডি। দুই সহকারী সেক্রেটারি জয়েস বার ও মিশেল বন্ড এবং ফরেইন মিশন অফিসের পরিচালক জেন্ট্রি স্মিথ।
তারা ছাড়াও আরও অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ চেয়েছেন। তবে এ চারজনই পেশাদার কূটনীতিক। পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও বৈদেশিক মিশন পরিচালনার বহু বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের। নতুন প্রশাসন এলে সাধারণত চুক্তিভিত্তিক এসব পদাধিকারীরা পদত্যাগপত্র দাখিল করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অনেককে রেখে দেয় নতুন প্রশাসন। অন্য কোন পদেও তাদেরকে সরানো হয়। এবারই একযোগে এতজনকে পদত্যাগ করতে হলো। এখন টিলারসনকে নতুন দল নিয়েই কাজ শুরু করতে হবে। তবে পদত্যাগী কোন কর্মকর্তাই নিজেদের পদত্যাগের পেছনে প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্র নীতির কথা উল্লেখ করেননি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের সংগঠন আমেরিকান ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে, প্রশাসন পাল্টানোর সময় চুক্তিভিত্তিক কর্মকর্তারা পদত্যাগ করবেন এটিই স্বাভাবিক। কিন্তু খুব অল্প সময়ে এবার অনেকে একসঙ্গে পদত্যাগ করেছে। এই পদগুলো পরিচালনার জন্য যে ধরণের দক্ষতা দরকার তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে পাওয়া বেশ দুরূহ একটি ব্যপার।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
