প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে যে দেওয়াল নির্মানের পরিকল্পনা করেছেন তাতে অর্থায়নের জন্য মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২০ শতাংশ ভ্যাট আরোপের ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রশাসন। এ ইঙ্গিতের তীব্র নিন্দা জানিয়েছে মেক্সিকো। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুই ভিদেগ্যারে বলেন, এ ধরণের কর মেক্সিকোর পণ্য আমেরিকার বাজারে আরও ব্যায়বহুল হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত মার্কিন ক্রেতারাই দেওয়ালের অর্থ পরিশোধ করবেন। এর আগে এই দেওয়ালের অর্থ মেক্সিকো নাকি যুক্তরাষ্ট্র দেবে, তা নিয়ে রেষারেষির জেরে যুক্তরাষ্ট্রে মেক্সিকান প্রেসিডেন্ট পূর্বপরিকল্পিত একটি সফর বাতিল করেছেন। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, ট্রাম্পের গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতির একটি হলো এই দেওয়াল নির্মান। এ সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ২০০০ মাইল দীর্ঘ দেওয়াল নির্মানের কথা বলা হয়। বৃহস্পতিবার মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রী ভিদেগ্যারে বলেন, ‘যুক্তরাষ্ট্রে মেক্সিকান পণ্যের ওপর করারোপের মানে এই নয় যে মেক্সিকো এই দেওয়ালের অর্থ দেবে। বরং, উত্তর আমেরিকার ক্রেতারাই এই দেওয়ালের অর্থ সরবরাহ করবে নিজের ঘাঁটের পয়সা দিয়ে। কারণ, তাদেরকে তখন অ্যাভোকাডো, ওয়াশিং মেশিন আর টেলিভিশন কিনতে হবে আরও বেশি টাকা দিয়ে।’ এর আগে হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসার বলেন, মেক্সিকোর পণ্যের ওপর ২০ শতাংশ করারোপ করলে এক বছরেই প্রয়োজনীয় ১০ বিলিয়ন ডলার পাওয়া যাবে। তবে ট্রাম্পের চীফ অব স্টাফ রেইন্স প্রিবাস বলেন, এই করের বিষয়টি হলো অনেকগুলো বিকল্পের একটি।
এদিকে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল ও হাউজ স্পিকার পল রায়ান বলছেন, এ দেওয়ালের অর্থায়ন কীভাবে করা যায় তা কংগ্রেস দেখবে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
