নিয়োগ পেয়েছেন ডানা বনেট যুক্তরাষ্ট্রে অভিবাসীদের নিষেধাজ্ঞার বিরোধিতা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটসকে বরখাস্ত করেছেন। তার জায়গায়।
স্যালি ইয়েটসকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
ট্রাম্প সরকারের অভিবাসন নীতির বিরোধীতা করে অ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস বলেছিলেন, বিচার বিভাগ ট্রাম্পের অভিবাসন নীতির পক্ষ হয়ে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করবে না। আর এমন ঘোষণার পরপরই ট্রাম্প তাকে বরখাস্তের আদেশ দেন।
এর আগে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির আনুষ্ঠানিক সমালোচনা করতে যাচ্ছেন, এমনকি এর একটি খসড়াও তৈরি করেছেন তারা।
কূটনীতিকদের এই প্রতিবাদ করবার উদ্যোগকে কড়া ভাষায় সমালোচনা করে হোয়াইট হাউজের মুখপাত্র সন স্পাইসার বলেছেন, ‘আপনাদের এটা নিয়ে সমস্যা? আপনারা হয় এই কর্মসূচী মেনে নিন নইলে আপনারা বিদায় নিতে পারেন।’
সূত্র: সিএনএন
