হকারদের একটি সুস্পষ্ট  তালিকা পাবে চট্টগ্রাম সিটি কর্পেোরেশন কর্তৃপক্ষ। নগরীতে হকার্সদের পরিচয় পত্র দেওয়া হবে। যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরের রেজিষ্ট্রার অনুযায়ী সংগঠকদের পাঠানো তালিকা যাচাই বাছাই করে এ পরিচয় পত্র দেওয়া হবে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগর হকার্স নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

হকার উচ্ছেদের কোন পরিকল্পনা নেই জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন  সভাপতিত্বের বক্তব্যে বলেছেন, আমি মেয়র হওয়ার পর হকারদের জীবন জীবিকার স্বার্থ নিয়ে সব সময় ভেবেছি।হকাররাও সর্বসাধারনের নির্বিগ্নে চলাচল,যানজট নিরসন, নগরীর সৌন্দর্য বর্ধন এবং নগরীর ৬০ লক্ষ নগরবাসীর স্বার্থ বিবেচনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিদ্ধান্তকে গ্রহণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যা এক অনুকরনীয় দৃষ্টান্ত হতে পারে।

মেয়র বলেন, স্বদিচ্ছা ও মানুষের কল্যাণ করার মনোভাব থাকলে যে কোন কঠিন বিষয়কে সহজে আয়ত্বে আনা যায়। বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী হকাররাও এ নগরীর নাগরিক। তাদের জীবন জীবিকার বিষয়টি চট্টগ্রাম সিটি কর্পোরেশন গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর এস এম এরশাদ উল্লাহ, প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি এ কে এম রেজাউল করিম, এডিসি ট্রাফিক(পূর্ব) মো. আকরাম হোসেন, এডিসি ট্রাফিক(পশ্চিম) ছত্রধর ত্রিপুরা,জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক শফর আলী, চট্টগ্রাম মহানগরের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, পাহাড়তলী শিল্পাঞ্চল শাখার সভাপতি মো. শফি বাঙালি, চট্টগ্রাম হকার্স ঐক্য পরিষদের আওতাভুক্ত রেজিষ্টার্ড সংগঠন চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতি, রেজিঃ নং-১৬১৪, চট্টগ্রাম হকার্সলীগ, রেজিঃ নং-১৮৫২, চট্টগ্রাম সিটি হকার্সলীগ, রেজিঃ নং-২৩৪৮ এবং চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশন রেজিঃ নং-চট্ট-১৯ এর অন্তর্ভূক্ত চট্টগ্রাম মেট্টোপলিটন হকার্স সমিতি রেজিঃ নং-১৪৫৫, আন্দরিকল্লা টেরি বাজার হকার্স সমিতি রেজিঃ নং-২৪৩৭ এর সভাপতি ও সাধারন সম্পাদকদের মধ্যে ঋষি বিশ্বাস, নুরুল আলম লেদু, মো. মিরন হোসেন মিলন, হারুন রশিদ রনি, মো. জসিম মিয়া, মো.নুরুল আমিন মিয়া, মো. আনোয়ার হোসেন, মো. আজগর আলী, মো. হারুন, নুর আহম্মদ চৌধুরী, ফরিদ আহমদ, তাজুল ইসলাম,মো. হাসান মানিক ও মো. মুরাদ সহ বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031