নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের চাপায় অন্তত ৭ জন নিহত হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। শুক্রবার সকাল ১০টার দিকে আলুটিলা পর্যটনকেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি তারেক মোহাম্মদ আব্দল হান্নান এ তথ্য নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাক লোকজনের ওপর উঠে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন বলে ওসি জানালেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি।
এদিকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নিয়েছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||