উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা হয়েছে হাইমচর নীলকমল ওসমানিয়া উচ্চবিদ্যালয়ে মানবসেতুর উপর হেঁটে যাওয়ার ঘটনায়। একই সঙ্গে ওই চেয়ারম্যানের বহিষ্কার দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার রাতে এক শিক্ষার্থীর অভিভাবক আলী আহমদ বাদী হয়ে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন।  শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগ এনে হাইমচর থানায় শিশু আইনে ৫ জনকে আসামি করে এই মামলা করা হয়। মামলার আসামিরা হলেন: উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারী, ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন পাটোয়ারী, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সদস্য মনসুর আহমেদ ও আবুল বাশার। মামলায় অভিযোগ করা হয়, গত ৩০শে জানুয়ারি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে মানবসৃষ্ট পদ্মাসেতুর উপর দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারির জুতা পায়ে হেঁটে যাওয়া অমানবিক। আর এই কাজে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির ৩ সদস্যকে অভিযুক্ত করা হয়।
হাইমচর থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে উপজেলা চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারীর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ ও দল থেকে বহিষ্কারের দাবিতে গতকাল দুপুর ১২টায় হাইমচর আলগী বাজার থানা রোডে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী। মানববন্ধনের নেতৃত্ব দেয় সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাজান পেদা ও আবদুল জলিল মাস্টার। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি ঝাড়ু মিছিল বের করে।
সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাজান পেদা বলেন, নূর হোসেন পাটওয়ারির জুতা পায়ে হেঁটে যাওয়া অমানবিক। নূর হোসেন দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তার পদত্যাগসহ  দল থেকে বহিষ্কার চাই।
আলগী বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর পাটোয়ারী বলেন, অবিলম্বে নূর হোসেনকে দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তার দাবি আমাদের।
স্কুল শিক্ষার্থীর অভিভাবক আলী আহমদ বলেন, শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণকে আমি ঘৃণা করি।
অপরদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা সদর আলগী বাজারে ২রা ফেব্রুয়ারি বেলা ১১টায় মানব সেতুর  অপপ্রচারের বিরুদ্ধে উপজেলা পরিষদ চেয়ারম্যান সমর্থকরা মানববন্ধন করার প্রস্তুতি নিলে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজান মিয়ার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদার, ও  বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আ. জলিল মাস্টারের নেতৃত্বে লোকজন নিয়ে  ধাওয়া করে। তাৎক্ষণিক হাইমচর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সদর আলগী বাজারে পুলিশ মোতায়েন রয়েছে।
শিক্ষামন্ত্রণালয়ে তদন্ত কমিটি
চাঁদপুর ও জামালপুরে ছাত্রদের পিঠে উঠে প্রতীকী ‘পদ্মা সেতু’ পারের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তদন্ত কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় এ তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে স্থানীয় সরকার বিভাগও পৃথক তদন্ত কমিট গঠন করেছে।  শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অসীম কুমার স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর শিক্ষামন্ত্রীর নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরীকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে। তিনি প্রয়োজনে তদন্ত কার্য সম্পাদন করতে অন্য কাউকে সঙ্গে নিতে পারবেন। এ কমিটি চাঁদপুর ও জামালপুর ছাড়া  অন্য কোথাও এ ধরনের ঘটনা ঘটছে কিনা তা খতিয়ে দেখবে। এদিকে চাঁদপুরের ঘটনা খতিয়ে দেখতে পৃথক তদন্ত কমিটি করেছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব অমিতাভ সরকার জানিয়েছেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে বিষয়টি তদন্ত করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। অপরদিকে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দা সারোয়ার জাহান গতকাল বিকালে চাঁদপুর পৌঁছে সংশ্লিষ্ট সবাইকে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ডাকেন। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031