ফয়সাল আগ্রাবাদ মরিচ্যা পাড়ার মোঃ শাহজাহানের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
নগরীর কলেজিয়েট স্কুল মাঠে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে ফয়সাল (১৫) নামে এক কিশোরকে খুন করা হয়েছে ।
রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা গেছে, কলেজিয়েট স্কুল মাঠে খেলা চলাকালে ক্রিকেটের স্ট্যাম্প লাগানো নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ড হয়। এর এক পর্যায়ে একজন তার হাতে থাকা স্ট্যাম্প দিয়ে ফয়সালের দিকে ছুড়ে মারলে তার গলায় ও ঘাড়ে এসে লাগে। এতে সাথে সাথে সে মাটিতে পড়ে যায়। পরে ফয়সালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম সিটিজিনিউজকে বিষটি নিশ্চিত করে বলেন, মোঃ ফয়সাল নামে এক কিশোর কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ঘাড়ে ও গলায় যখমের চিহ্ন রয়েছে । প্রাথমিকভাবে তার শরীরে যখমের চিহ্ন দেখে মনে হচ্ছে তার সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে লাঠি দিয়ে আঘাত করে খুন করা হতে পারে।
