বাংলার পাশাপাশি ছোট পরিসরে ইংরেজিতেও লিখতে পারবেন যদি কেউ ইচ্ছে করেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আগামী ৩০ দিনের মধ্যে নগরীর সব সাইনবোর্ড বাংলায় রূপান্তরের জন্য অনুরোধ জানিয়েছে বলেছেন ।
যাতে বলা হয়েছে, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশ একটি জাতি রাষ্ট্র। ১৯৫২ সালে মায়ের ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির জন্যও বাংলাদেশের মানুষ অকাতরে রক্ত দিয়েছে। ফেব্রুয়ারি মাস বাঙালির ভাষার মাস। প্রদর্শিত সব সাইন বোর্ড বাংলা ভাষায় লেখার বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা থাকা সত্ত্বেও অসংখ্য সাইন বোর্ড ইংরেজিসহ অন্যান্য ভাষায় পরিলক্ষিত হচ্ছে-যা কাঙ্ক্ষিত নয়।
চসিক এলাকায় বিদ্যমান সব সাইন বোর্ড আগামী ৩০ দিনের মধ্যে বাংলা ভাষায় রূপান্তরের জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
