পৌনে দু’লাখ টাকা মুল্যের ১১৬ বোতল ভারতীয় মদের চালান আটক করেছে হাবিবুর রহমান, সুনামগঞ্জ = সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির টহগল তাহিরপুর সীমান্তে পৃথক দু’টি অভিযান চালিয়ে ।’
ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সুত্রে জানা যায়, জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিওপির বিজিবির টহল দল বুধবার মোকশেদপুর নামক এলাকা থেকে ৯১ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল আটক করেছে। অপরদিকে একই দিন পাশর্^বর্তী চানপুর বিওপির নায়েক নায়েক মোঃ রমজান আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল একটি টহল দল বারেকটিলা থেকে ২৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করে। ভ্রাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি জানান, আটককৃত মদের মুল্য প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা।
ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সুত্রে জানা যায়, জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিওপির বিজিবির টহল দল বুধবার মোকশেদপুর নামক এলাকা থেকে ৯১ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের বোতল আটক করেছে। অপরদিকে একই দিন পাশর্^বর্তী চানপুর বিওপির নায়েক নায়েক মোঃ রমজান আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল একটি টহল দল বারেকটিলা থেকে ২৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ আটক করে। ভ্রাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি জানান, আটককৃত মদের মুল্য প্রায় ১ লাখ ৭৪ হাজার টাকা।
