পিকআপ চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সময় জোরারগঞ্জ থানার জোরারগঞ্জ মুহুরী প্রজেক্ট রোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র জিয়া উদ্দিন শাহীন (২২) ৬নং ইছাখালী ইউনিয়নের হাফিজ গ্রামের নুরুল মোস্তফা’র ছেলে । সে গত বছর মহাজনহাট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় সে একটি মোটর সাইকেলের পেছনে বসে বাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কের ইছামতি এলাকায় এলে হঠাৎ সে মোটর সাইকেল থেকে সিঁটকে পড়ে যায়। এসময় পেছন থেকে আসা রড়-সিমেন্ট বোঝাই একটি পিকাপ (চট্টমেট্টা ড, ১১-১৫১৭) তাকে চাপা দিলে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে তাকে উদ্ধার করে তার বাড়ী নিয়ে যাওয়া হয়।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই ফজলুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকাপটি আটক করে থানায় আনা হয়েছে। তবে ঘটনার পর পর চালক ও সহযোগি পালিয়ে যায়। এ বিষয়ে নিহতের পরিবারের সাথে পরামর্শ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031