দেশি-বিদেশি কয়েকশ শিক্ষার্থী বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশনের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) নগরীর কাজীর দেউড়ি মোড়ে অবস্থান নিয়ে এর কিছুক্ষণ মানববন্ধন পালন করেন। এর পরেই বিকেল চারটারদিকে স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি শিক্ষার্থীরা।
এসময় তাদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন ছিলো। তার একটি লেখা ছিল ‘আমার বাবার কষ্টের টাকা বৃথা যেতে দেব না, আমার মায়ের সাধনা বৃথা যেতে দেব না’।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ইউএসটিসির ২৫-২৯তম ব্যাচের ১৪০০ দেশি-বিদেশি শিক্ষার্থীকে বিএমডিসি নিবন্ধন জটিলতা থেকে মুক্ত করা হোক তাদের।
