প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে। এরপরই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া উপজেলায় আদালত পুকুরে এই দৃশ্য দেখার জন্য ভিড় জমে।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী জানান, হাইওয়ে ক্রস করে গাড়িটি আদালত পুকুরে পড়ে যায়। এরপর গাড়িটি ভাসতে থাকে। তিনি জানান, গাড়িটি যখন হাইওয়ে ক্রস করছিল তখন অপর পাশে গাড়ি ছিল না। যদি গাড়ি থাকত তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটত। ঘটনার পর পরই চালক পালিয়ে যায়।
