মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে ফোনে কথা বললেন । বৃহস্পতিবার দুই নেতার ফোনালাপে জিনপিং-এর অনুরোধে ‘ওয়ান চায়না’ পলিসি মেনে চলার প্রতিশ্র“তি দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউজ আরও জানিয়েছে, এ সময় ‘বহু ইস্যুতে’ তারা কথা বলেন।
সিএনএন’র খবরে বলা হয়, নভেম্বরে নির্বাচন বিজয়ের পর প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন ইস্যুতে বেইজিং-কে চ্যালেঞ্জ করেন। কয়েক দশকের কূটনৈতিক প্রটৌকল ভেঙ্গে তিনি যখন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের তাইওয়ান পলিসি প্রশ্নবিদ্ধ করেন, তখন বেশ বিতর্ক শুরু হয়। চীন তাইওয়ানকে এখনও নিজের প্রদেশ বলে মনে করে। ১৯৭৯ সালের পর যুক্তরাষ্ট্র চীনের এই দাবিকে স্বীকৃতি দেয়। তখন থেকেই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক একগুচ্ছ প্রটৌকল অনুযায়ী চলছে, যাকে ‘ওয়ান চায়না’ পলিসি বলা হয়।
প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের আগে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে বেশ উত্তেজনা সৃষ্টি করেছিলেন ট্রাম্প। তিনি তাইওয়ানের নেতা সাই ইং-ওয়েনের সঙ্গে প্রটৌকল ভেঙ্গে ফোনে কথা বলেন। জানুয়ারিতে ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সব কিছুই সমঝোতার অধীনে, ওয়ান চায়না পলিসিও।’ হোয়াইট হাউজ বলেছে, বৃহস্পতিবারের ওই ফোনালাপ ছিল ‘খুবই হৃদ্যতাপূর্ণ।’ এক বিবৃতিতে হোয়াইট হাউজ আরও বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থের বিভিন্ন ইস্যুতে সমঝোতা ও আলোচনায় যুক্ত থাকবেন।’ দুই নেতা একে অপরকে নিজ দেশ সফরের আমন্ত্রণও জানান।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031