এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বালু বহনকারী ট্রলির চাপায় । তার মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে কালীগঞ্জের বাঁশতলা সড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম আবদুল গাফফার। সে কালীগঞ্জ পাইলট হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল ইসলাম জানান, সকালে সাইকেল চালিয়ে গাফফার স্কুলে যাচ্ছিল। এসময় পেছন দিক থেকে একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গেলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রলিটি আটক করেছে। কিন্তু চালক পালিয়ে গেছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
