লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পুলিশ লাইন এলাকায় বাসের ধাক্কায় শাহাদাত হোসেন লিটন নামের এক পথচারী নিহত হয়েছেন।শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন সদর উপজেলার আটিয়াতলী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে শাহাদাত হোসেন লিটন রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া ঢাকা এক্্রপ্রেসের ধাক্কায় লিটন আহত হয়। গুরুতর অবস্থায় লিটনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।