পুলিশ সাংবাদিক শিমুল হত্যার ভিডিও ফুটেজ দেখে সন্দেহভাজন আরও ২ আসামীকে আটক করেছে। শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ঘটনার সময়ের ভিডিও ফুটেজ ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ওই দুইজনকে শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাস টার্মিল থেকে আটক করা হয়। আটকরা হল- শাহজাদপুর পৌর এলাকার বারাবিল গ্রামের মৃত আব্দুল মতিন প্রমানিকের ছেলে নজরুল ইসলাম (৪৫) এবং জান্নাতপুর গ্রামের হাজী জিন্দার আলীর ছেলে হযরত আলী (৪৮)। এ নিয়ে এ মামলায় মোট ১১জনকে আটক করা হলো। পরিদর্শক আরও জানান, আটককৃতরা ঢাকায় পালিয়ে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তাদের শাহজাদপুর আমলী আদালতের মাধ্যমে বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031