পশ্চিমাঞ্চল রেলওয়ে হাসপাতালের প্রধান সহকারী আব্দুল কাইয়ুম রেলওয়ে হাসপাতালে ‘বড় বাবু’ বলে পরিচিত। আইনত নিষিদ্ধ জেনেও রাজশাহী নগরের বালিয়াপুকুর এলাকায় একটি পুকুর ভরাট করছেন ।
রোববার দৈনিক প্রথম আলোতে পুকুর গিলছেন ‘বড় বাবু’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
তবে আব্দুল কাইয়ুম দাবি করেছেন, কাগজপত্রে জায়গাটি আমবাগান হিসেবে রয়েছে। তাই তিনি ভরাট করছেন।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন অনুযায়ী অপরিহার্য জাতীয় স্বার্থে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া ছাড়া জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণি পরিবর্তন করা যাবে না। পুকুর ভরাটের কাজ আইনত দণ্ডনীয় অপরাধ।
ওই আইনে জলাধার বলতে ভূমি রেকর্ডে জলাশয় হিসেবে উল্লেখ রয়েছে অথবা এমন নিচু ভূমিকে বোঝানো হয়েছে, যা সলল ও বৃষ্টির পানি ধারণ করে।
