মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগ করেছেন। রাশিয়ার সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগের জেরে নিজ পদ থেকে পদত্যাগ করেন মাইকেল ফ্লিন।
ফ্লিনের বিরুদ্ধে অভিযোগ, ট্রাম্প শপথ নেয়ার আগে তিনি রুশ রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করেছেন।
কিন্তু ফ্লিন বলেছেন, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে তার আলোচনাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
এর আগে মার্কিন মিডিয়ার খবরে বলা হয়েছিল, গত মাসে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে ফ্লিনের যোগাযোগের বিষয়ে হোয়াইট হাউসকে সতর্ক করেছে বিচারবিভাগ।
মার্কিন মিডিয়ার খবরে আরও বলা হয়েছিল, রুশ ব্লাকমেইলের ক্ষেত্রে ফ্লিনের হাত রয়েছে। ঊর্ধ্বতন ডেমোক্র্যাট নেতারা মাইকেল ফ্লিনের পদত্যাগেরও দাবি জানিয়েছিল।
পদত্যাগ পত্রে ফ্লিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং অন্যান্যদের উদ্দেশ্য করে বলেন, রুশ রাষ্ট্রদূতের সঙ্গে আমার ফোনকল ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেনসও সবার সামনে ফ্লিনের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত জেনারেল এবং সাবেক সিআইএ পরিচালক ডেভিড পেট্রাউসকে ওই পদে নিয়োগ দেয়া হতে পারে।
এদিকে অন্তবর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে জেনারেল জোসেফ কেইথ কেলগকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। -বিবিসি।
