আগামী ২৮শে ফেব্রুয়ারি ঘোষণা করা হবে রংপুরে জাপানি নাগরিক হোসি  কুনিও হত্যা মামলার রায়। গতকাল যুক্তিতর্ক শেষে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন। এ মামলায় বাদী পক্ষে ৫৫ জন সাক্ষী এবং আসামি পক্ষে একজন সাফাই সাক্ষ্য দিয়েছে।
সরকার পক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রথীশ চন্দ্র ভৌমিক জানান, গত ১৪ই ফেব্রুয়ারি আসামি সাখাওয়াত  হোসেনের পক্ষে আব্দুল মজিদ মণ্ডল আদালতে সাফাই সাক্ষ দেয়ার মাধ্যমে সাক্ষ গ্রহণের পর্ব শেষ হয়। রোববার যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে বিচারিক কার্যক্রমের যাবতীয় পর্ব শেষ করা হয়েছে। বিচারক এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছে আগামী ২৮শে ফেব্রুয়ারি।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট আফতাব  হোসেন ও আবুল হোসেন। গতকাল সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হোশি কোনিও হত্যা মামলায় গ্রেপ্তার ৫ আসামি জেএমবির রংপুরের আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা, সদস্য ইছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ ও সাখাওয়াত হোসেনকে আদালতে হাজির করা হয়। এ মামলায় জেএমবির ৮ জঙ্গির বিরুদ্ধে গত ৭ই আগস্ট অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার ওসি আবদুল কাদের জিলানী। আসামিদের মধ্যে জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ পাঁচ জঙ্গি কারাগারে আছে। বাকি তিনজনের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্লাহ আনছারী পলাতক রয়েছেন। এই মামলার অপর দুই আসামির মধ্যে ৫ই জানুয়ারি সাদ্দাম হোসেন ঢাকায় এবং অপর আসামি নজরুল ইসলাম ওরফে বাইক হাসান গত বছরের ১লা আগস্ট রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হয়।
২০১৫ সালের ৩রা অক্টোবর কোনিওকে কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির জঙ্গিরা গুলি করে হত্যা করে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031