কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ব্লগার রাজিব হায়দার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রেদোয়ানুল আজাদ রানাসহ তার সহযোগীকে গ্রেপ্তার করেছে । তার সহযোগীর নাম আশরাফ।

সোমবার দুপুর ২টার দিকে উত্তরা এলাকা থেকে কাউন্টার টেরোরিজমের একটি দল তাদেরকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার(ডিসি) মাসুদুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহযোগীসহ রেজওয়ানুল আজাদ রানাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে পল্লবী থানা এলাকার ব্লগার রাজিব হায়দারকে হত্যা করে জঙ্গিরা। এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল রেদোয়ানুল আজাদ রানা। গত ২০১৫ সালের ৩১ ডিসেম্বর আদালত আজাদকে মৃত্যুদণ্ড প্রদান করে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031