পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কম পক্ষে পনর জন আহত হয়েছে শ্যামনগরে।
এর আশংকাজনক অবস্থায় ৬ জন কে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার সকালে কালিগন্জ থেকে একটি যাত্রী বাহী বাস শ্যামনগর অভিমুখে আসার সময়, শ্যামনগর ব্রাক অফিসের সামনে পৌছালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছের গায়ে মেরে দেয়।
এসময় ওই বাসের যাত্রী ভুরুলিয়ারর খানপুর গ্রামের সোবহান গাজীর মেয়ে রেশমা খাতুন( ১৮) ,হাজাটঘাটা গ্রামের শেখ মুজাম গাজীর পুত্র সুজাত গাজী( ৬৫) ,চালিতাঘাটা গ্রামের মুজিবর গাজীর স্ত্রী মোমেনা খাতুন( ৫৩) ,গুরুতর আহত হয়।এসময় আহতদের পথ যাত্রীরা উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে।
অপর দিকে সোমবার সকালে শ্যামনগর থেকে মটর সাইকেল যোগে শ্যামনগর থেকে কাশিমাড়ী যাওয়ার সময় শংকরকাটি মোড় এলাকার কাছে পৌছালে অপর দিকে আসা মোটরসাইকেলের মুখো মুখি সংঘর্ষে উভয় মোটরসাইকেলের মোট ৩ জন যাত্রী গুরুতর আহত হয়।আহতরা হলেন,গোবিন্দপুর গ্রামের আরিফ ঢালীর পুত্র মাষ্টার শওকত হোসেন( ৬০) ,একই গ্রামের আব্দুল গাজীর পুত্র ইমরান গাজী(৫৫) ,ও অপর মোটরসাইকেল চালক আলী গাজীর ছেলে মুকুল হোসেন( ২৪)
আহতরা বর্তমানে শ্যামনগর সদর হাসপাতালে চিকিৎসারত আছেন।
