বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে এই সিটি আউটার রিং রোডটি বাস্তবায়িত হচ্ছেপ্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ।

রোববার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পটি পরিদর্শন শেষে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে একথা বলেন।

উল্লেখ্য এই প্রকল্পটি কর্ণফুলী নদীর তলদেশে টানেলের জন্য এপাড়ের সংযোগ রোড। প্রকল্পটি বাস্তবায়ন হলে নগরীর ২০ লক্ষাধিক মানুষকে জলোচ্ছ্বাস থেকে রক্ষা করার পাশাপাশি রিং রোডটি সিইপিজেডের সঙ্গে সংযোগ হওয়ায় ইপিজেড ও বন্দরের গাড়ি এই রোড দিয়ে চলাচল করতে পারবে। এতে নগরীতে যানজট যেমন কমে যাবে তেমনি পর্যটনশিল্পের বিকাশ ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম আরো বলেন, বাংলাদেশ বিশ্বের দেশগুলোর মধ্যে ষষ্ঠ নিরাপদতম দেশ। তাই পর্যটন, ব্যবসা-বানিজ্যের নিরাপদ স্থান বাংলাদেশ। একবিংশ শতাব্দীতে বিশ্বের আর কোনো দেশ উন্নতির এমন অসাধ্য সাধন করতে পারেনি, যেমন পেরেছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ।

এসময় সিডিএ প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন, প্রকল্প পরিচালক হাসান বিন শামস, রাজিব দাশ, নির্মাণ প্রতিষ্ঠানের উর্ধ্বতর কর্মকর্তা এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031