দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে দক্ষিণ সুদানের একটি প্রদেশে । গত ছয় বছরে বিশ্বের কোনো দেশে এই প্রথম দুর্ভিক্ষ ঘোষণা করা হলো।
সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটি সরকার ও জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় এক লাখ মানুষ অনাহারে ভুগছে। ১০ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। গৃহযুদ্ধ এবং অর্থনৈতিক বিপর্যয়কেই এই দুর্ভিক্ষের জন্য দোষারোপ করা হচ্ছে।
ইয়েমেন, সোমালিয়া, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে দুর্ভিক্ষের সতর্কতার মধ্যে রয়েছে। তারমধ্যে দক্ষিণ সুদান প্রথম দুর্ভিক্ষ ঘোষণা করলো।
দেশটির ইউনিটি প্রদেশে বর্তমানে দুর্ভিক্ষ কবলিত। তবে মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলেছে, জরুরি সাহায্য না পৌঁছালে দেশটির দুর্ভিক্ষ অন্যান্য অঞ্চলেও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি, ইউনিসেফ জানিয়েছে, দক্ষিণ সুদানের প্রায় ৫০ লাখ মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য সামগ্রী দরকার।
