নির্বাচিত ৫ম পরিষদের ১৯ তম সাধারণ সভা ২০ ফেব্রুয়ারি ২০১৭ খ্রি. সোমবার, সকালে কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। সভায় নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়াল কাউন্সিলর, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। চসিক এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান এর উপস্থাপনায় অনুষ্ঠিত ১৯তম সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও মোনাজাত করা হয়। সভায় বিগত সাধারণ সভার পর থেকে ১৯তম সাধারণ সভা পর্যন্ত সময়ে নগরীতে মৃত্যুবরণকারী নাগরিকদের আত্মার মাগফেরাত এবং চট্টগ্রাম সহ দেশ ও জাতির উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। সভায় বিগত ২২ জানুয়ারি ২০১৭ খ্রি. অনুষ্ঠিত ১৮ তম সাধারন সভার কার্যবিবরনী অনুমোদন,স্থায়ী কমিটি সমূহের কার্যবিবরনী আলোচনান্তে অনুমোদন করা হয়। সভার সভাপতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, পরিচ্ছন্ন নগরীর স্বার্থে যে কোন ঝুঁকি মাথায় নিয়ে নগরীকে পরিচ্ছন্ন রাখা হবে। তিনি বলেন, আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। মাদক মুক্ত নগরী গড়ার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর উদ্যোগে ম্যাজিষ্ট্রেট এর মাধ্যমে মাদক বিরোধী অভিযান পরিচালিত হবে। সভায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিজেকেএস আন্তঃওয়ার্ড মেয়র গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০১৭ পরিচালনার বিষয়ে যাবতীয় নিয়ম কানুন বিধি বিধান কমিটি, উপকমিটি, পুরষ্কার, খেলার গ্রুপিং এর সিদ্ধান্ত গৃহিত হয়।
আগামী ২৮ তারিখ বিকেলে এম এ আজিজ ষ্টেডিয়ামে অত্র টূর্ণামেন্ট উদ্বোধন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় একই কর্মস্থলে ৩ বছর চাকুরীকাল যাদের সেসকল বিদ্যুৎ পরিদর্শক, বিদ্যুৎ মিস্ত্রী ও হেলপারদের কর্মস্থল বদলী করা,মাদক নিয়ন্ত্রনে ম্যাজিষ্ট্রেট এর মাধ্যমে অভিযান পরিচালনা করা, জঙ্গী প্রতিরোধে ৪১ টি ওয়ার্ড কমিটি কার্যকর করা, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় উৎসব উদযাপন করা, দূর্যোগ পূর্ব প্রস্তুতি ও সচেতনতা কার্যক্রম গতিশীল করা, ব্যক্তি উদ্যোগে গড়ে উঠা অবৈধ হাট বাজার জরিপ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রির মুল্য তালিকা প্রদর্শন করা এবং বাজার মনিটরিং অব্যাহত রাখা, যান্ত্রিক শাখাকে দুইভাগে বিভক্ত করে ট্রান্সপোর্ট (পুল) এবং ট্রান্সপোর্ট মেরামত ও রক্ষনাবেক্ষন, উপশাখা গড়ে তোলা, সবুজায়ন কর্মসূচী বেগবান করা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে স্মরনে চসিক আয়োজিত সকল কর্মসূচী সফল বাস্তবায়ন করা, ক্রয় সংক্রান্ত বিধিমালা যথাযথ অনুসরন করা, নগর পরিকল্পনা গ্রহণের জন্য মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফর করে অভিজ্ঞতা সঞ্চয় সংক্রান্ত আলোচনা, ফুটপাত সমূহকে জনসাধারনের উপযোগী করে গড়ে তোলা, চসিক একাদশকে কার্যকর করা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ঠ কমিটি অনুমোদন, স্বাস্থ্য বিভাগের জনবল স্বল্পতা নিরসন করা, শিক্ষানীতিমালা বিষয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা, শেরশাহ কলোনী ডা. মাজহারুল হক শাহ স্কুলের ভু-সম্পত্তি ও আয়-ব্যয় সম্পর্কিত কমিটির প্রতিবেদন চূড়ান্ত করা, নগরীর ৪১ টি ওয়ার্ডকে পরিপুর্ণ আলোকায়ন করা, চসিক এর আয়বর্ধক উৎস চিহ্নিত করন সহ নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
