ঘাট ইজারার ফরম কেনা নিয়ে চট্টগ্রামে বুধবার সন্ধ্যায় ছাত্রলীগের সাবেক দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘাটটি চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন। এই ঘটনায় আহত হয়েছেন ৩ জন। বুধবার সন্ধ্যায় আন্দরকিল্লার নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। এই সময় নগর ভবনে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। রাতে বিবাদমান দুই পক্ষকে ডেকে তিনি বিরোধ মীমাংসা করে দেন বলে একটি সূত্র জানিয়েছে।
আহতরা হলো অভি পাল, অশোক দেব ও অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম। এদের মধ্যে তৌহিদুল ইসলাম পথচারী বলে জানা গেছে। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চসিক সূত্রে জানা গেছে, কর্ণফুলীর ঘাট ইজারার দরপত্র বিক্রি শেষ দিন ছিল বুধবার। ওইদিন বিকালে নগর ভবনের দ্বিতীয় তলায় দরপত্র কিনতে যান কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও চট্টগ্রাম পলিটেক ইনস্টিটিউট ছাত্রসংসদের সাবেক জিএস মো. মহিউদ্দিনের অনুসারীরা। এসময় দুই পক্ষের মধ্যে বাগবিতন্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে উভয় পক্ষকে নগর ভবন থেকে বের করে দেয়। সন্ধ্যায় নগর ভবনের সামনে দুই পক্ষ অবস্থান নেয়। এসময় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
তবে গোলাগুলির বিষয়টি অস্বীকার করেছে কোতোয়ালী থানা পুলিশ। মামুন ও মহিউদ্দিন দু’জনই নগর আওয়ামী লীগের রাজনীতিতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।
ছাত্রলীগের সাবেক নেতা মো. মহিউদ্দিন বলেন, আমার বন্ধু মিল্টন বড়–য়া ঘাট ইজারার দরপত্র কিনতে গেলে মামুন বাধা দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে মেয়র মহোদয় বিষয়টি মীমাংসা করে দিয়েছেন।
তবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘টেন্ডার নিয়ে কোন ঘটনা হয়নি। পলিটেকনিক্যালের আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জুনিয়রদের মধ্যে সমস্যা হয়েছে। পরে আমরা এসে বিষয়টি মীমাংসা করে দিয়েছি। মেয়র মহোদয়ও সবাইকে ডেকে বকা দিয়েছেন।’
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, ‘দরপত্র কেনা নিয়ে দু’পক্ষের মধ্যে দুই দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোলাগুলির কোন আলামত পাইনি। আমরা খোঁজ খবর নিচ্ছি।’
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
