ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের আমন্ত্রণে দুইদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন । বৃহস্পতিবার বেলা সোয়া ২টায় চীনের বেইজিং থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে জয়শঙ্করকে স্বাগত জানান শহীদুল হক।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই পররাষ্ট্র সচিব দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে তারা আলোচনা করতে করবেন বলে আশা করা হচ্ছে। সফরকালে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে ভারতীয় পররাষ্ট্র সচিবের। দুইদিনের সফর শেষে শুক্রবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
